লেক আলবার্টে নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

উগান্ডা ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যবর্তী সীমান্ত দিয়ে যাওয়া লেক আলবার্টে নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উগান্ডার কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন। স্থানীয় কর্মকর্তা আশরাফ ওরোমো জানান, এ লেকের উত্তর-পূর্বাঞ্চলে উগান্ডার দু’টি স্থানের মধ্যে এ নৌকাতে করে যাত্রী বহন করার সময় নৌযানটি একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে এবং পানিতে ডুবে যায়।

তিনি বলেন, ‘নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। এদের মধ্যে ২১ জনকে জীবিত এবং ২৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ’আঞ্চলিক পুলিশ কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াঙ্গো বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ মেনে না চলার এবং আবহাওয়ার ধরন দ্রুত পরিবর্তনের কারণে লেক আলবার্টে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। ’গত জুনে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে পৃথক ঘটনায় দু’টি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?