অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। অতিমারীর আবহেই নয়া বছরের পয়লা দিন থেকে অসমে খুলে যাচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ওইদিন থেকে নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে।
কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরুর পাশাপাশি চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের জন্য ওইদিন থেকে হস্টেলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। যদিও এখনও পর্যন্ত নিয়মবিধি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) প্রকাশ করেনি রাজ্য সরকার।
বড়দের স্কুল খুললেও নার্সারি ও প্রাথমিক স্তরের স্বাভাবিক ক্লাস এখনই শুরু হচ্ছে না। ধাপে ধাপে ক্লাস শুরু হবে। সম্প্রতি শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ‘সংক্রমণ কমলে এবং অভিভাবকেরা বাচ্চাদের স্কুলে পাঠাতে রাজি হলে প্রাথমিক স্তরের স্কুলগুলিও খোলা হবে।’ এ বিষয়ে নির্দেশিকা জারি করার কথা জানিয়েছিলেন তিনি।
এদিকে উচ্চ প্রাথমিকে উপস্থিতির হার এখন বিবেচনা করা হবে না। জানা যাচ্ছে, স্কুলে আসতে অনিচ্ছুক পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসও চলবে বলে জানানো হয়েছে। তবে ক্লাসরুমে ভিড় এড়াতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।