অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। শীত পড়তেই বলিউড থেকে টলিউড সর্বত্রই শুরু হয়েছে বিয়ের মরশুম। সোনালী-মেরুন লেহঙ্গা পরে রিসেপশনে হাজির হলেন গওহর খান। অন্যদিকে কালো, সোনালী রঙের শেরওয়ানি পরে রিসেপশনে হাজির হন জায়েদ দরবার। গওহর, জায়েদ যখন হাত ধরে হাজির হন রিসেপশনে, সেই সময় ক্যামেরা ঝলসে উঠতে শুরু করে।
২৫ ডিসেম্বর জায়েদ দরবারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন গওহর খান। বিয়ের দিন যেমন ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠেন গওহর, তেমনি রিসেপশনেও এক্কেবারে অন্যরকম লুকে হাজারি হন অভিনেত্রী।
করোনা আবহে পরিবার এবং বন্ধুদের সঙ্গে হাজির হয়েই বিয়ের অনুষ্ঠান সারেন গওহর খান এবং জায়েদ দরবার। বিয়ের দিন হালকা পেস্তা রঙের পোশাকে সেজে হাজির হন গওহর খান। অভিনেত্রীর সঙ্গে রং মিলিয়েই পোশাক পরে ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। বিয়ের দিন গওহর পোশাকের সঙ্গে ভারী গয়নায় সাজেন। অন্যদিকে জায়েদ এবং গওহরের বিয়ের পর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে হবু স্বামীকে মেকআপ করিয়ে দিতে দেখা যায় বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে। গওহর খানের একটি ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় সেই ভিডিও।