ক্ষমতা ছাড়ার আগেই সৌদিকে অস্ত্র বিক্রি করতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। ক্ষমতা ছাড়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে যেতে চান। কাতারভিত্তিক আলজাজিরা জানায়, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে।

মার্কিন কংগ্রেসকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, তারা সৌদি আরবকে অস্ত্র বিক্রি করতে একটি লাইসেন্স ইস্যু করতে যাচ্ছেন। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ও বিমান থেকে থেকে নিক্ষিপ্ত মারণাস্ত্রসহ বিপুল পরিমাণ যুদ্ধোপকরণ পাবে। যার মূল্য আনুমানিক ৪৭৮ মিলিয়ন ডলার।

লাইসেন্স ইস্যু হয়ে গেলেই মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রায়থিওন টেকনোলজিস করপোরেশন সরাসরি সৌদিকে এসব অস্ত্র বিক্রি করতে পারবে বলে ব্লুমবার্গ জানায়। ওয়াশিংটন পোস্টও এক প্রতিবেদনে জানায়, চুক্তি অনুসারে সৌদিতেই ওই অস্ত্র বানানো হবে। এ ছাড়া ৯৭ মিলিয়ন ডলারের অভ্যন্তরীণ একটি নিরাপত্তা ব্যবস্থাও যুক্তরাষ্ট্র থাকে পাবে আরব দেশটি।

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দেওয়ার পাশাপাশি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতিকে এগিয়ে নিতে মার্কিন-সৌদি সম্পর্কের ভিতকে আরও শক্ত করতে চান তিনি।

২০১৯ সালের শুরুর দিক থেকে এ চুক্তিটি আলোচনায় আসে। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু ও ইয়েমেন যুদ্ধে সৌদিকে সমর্থন দেয়ার মধ্যে এ চুক্তি আনায় মার্কিন রাজনীতিবিদদের চরম সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?