অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর।। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, ভারতে এখনও পর্যন্ত করোনার নতুন স্ট্রেন মিউট্যান্ট ভাইরাস ঢোকেনি। এরই মধ্যে সম্প্রতি ব্রিটেন থেকে দেশে ফেরা ২২ জন যাত্রীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাদের সকলের নমুনাই পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই পরীক্ষাতেই এক মহিলার শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই মহিলা অন্ধ্র প্রদেশের বাসিন্দা।
আরটি-পিসিআর টেস্টে ওই মহিলার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তবে বিশেষজ্ঞদের সন্দেহ, ওই মহিলার শরীরে করোনার নতুন স্ট্রেন আছে। কারণ ওই মহিলা ব্রিটেন থেকে সংক্রমণ নিয়েই দেশে ফিরেছিলেন। তাই সঙ্গে সঙ্গেই ওই মহিলাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কিন্তু কোয়ারেন্টাইন সেন্টার থেকে কোনওভাবে ওই মহিলা পালিয়ে যান। এরপরে ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়।জানা যায় কোয়ারেন্টাইন সেন্টার থেকে তিনি রামকৃষ্ণ নগরে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন।
এমনকি ট্রেনেও চড়েছেন তিনি। দিল্লি থেকে রাজামুন্দ্রি তিনি শীতাতপ নিয়ন্ত্রিত একটি কোচে সফর করেন বলে রেল পুলিশ জানিয়েছে। ওই মহিলাকে খুঁজে বের করে আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব গোদাবরী জেলায়। জেলার স্বাস্থ্য দফতর জেলায় সর্তকতা জারি করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় ওই মহিলা আর কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের খুঁজে বের করা হচ্ছে। তাঁদের সকলেরই করোনা পরীক্ষা হবে। ওই মহিলার রেলের যে কামরায় ভ্রমণ করেছিলেন ওই কামরায় আর কারা ছিলেন তাঁদেরও খোঁজ করা হচ্ছে।