বড়দিন ভোরবেলা কেঁপে উঠল রাজধানী, আতঙ্কে বাসিন্দারা

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। সপ্তাহখানেক আগেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি-এনসিআর অঞ্চলে। ফের কম্পন-আতঙ্ক রাজধানী দিল্লিতে। বড়দিন ভোরবেলা কেঁপে উঠল রাজধানী। আতঙ্কে বাসিন্দারা।

এদিন সকালে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভোর ৫ টা ২ নাগাদ এই কম্পন অনুভূত হয়।

যদিও সেসময় অনেকেই ছুটির সকালে ঘুমিয়ে ছিলেন বলে কম্পন বুঝতে পারেননি। কিন্তু যারা নিজস্ব প্রয়োজনে ঘুম থেকে উঠে পড়েছিলেন, কম্পনের জেরে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রিখটার স্কেলে শুক্রবারের ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৩। দিল্লির নানগলোইয়ে আঘাত হানে ভূমিকম্প।

উল্লেখ্য, এর আগে ১৭ ডিসেম্বর দিল্লি সহ এনসিআর এলাকায় ভূ-কম্পন ঘটে। রিখটার স্কেলে ৪.২ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। এদিন রাত ১১টা বেজে ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উত্‍‌সস্থল ছিল হরিয়ানার গুরুগ্রামের ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, রাজস্থানের আলওয়ারে।

গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৫ কিলোমিটার গভীরে। সাম্প্রতিককালে বারবার ভূমিকম্পের কবলে পড়ছে দিল্লি। এই কম্পনগুলি কম মাত্রার হলেও আগামী দিনে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঘনঘন ভূমিকম্প।

এপ্রিল মাস থেকে এক ডজনের বেশি কম্পন অনুভূত হয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। তার মধ্যে ৮টি ভূমিকম্পের উৎসস্থল ছিল রোহতক। গোটা জুন মাসে জম্মু-কাশ্মীরে পাঁচটির বেশি ভূমিকম্প হয়েছে। অধিকাংশই কম্পনই যদিও ছিল মৃদু কম্পাঙ্কের। ফলে, ক্ষয়ক্ষতি সে ভাবে হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?