অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। কোভিড সংক্রমণ রুখতে বড়সড় সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগে অংশ নেওয়া ক্রিকেটারদের চুল কাটার ওপর আপাতত নিষেধাজ্ঞা জারি করল অজি ক্রিকেট বোর্ড। চলতি সপ্তাহেই বিবিএলে শুরু হয়েছে তাসমানিয়া এবং ক্যানবেরায়।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চার্টার্ড ফ্লাইটে হোবার্ট থেকে ব্রিসবেনে উড়ে যায়। ব্রিসবেন এবং গোল্ড কোস্টে সব ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা জৈব নিরাপদ বলয়ে রয়েছেন। করোনাভাইরাসের নতুন ঢেউ সামলাতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। সিডনিতে মারাত্মকভাবে করোনার সংক্রমণ বেড়েছে।
ভারত-অস্ট্রেলিয়ার সিডনিতে তৃতীয় টেস্ট ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল অস্ট্রেলিয়ান ক্রিকেট। ডিসেম্বর মাসে ক্রিকেট অস্ট্রেলিয়া যে কোভিড প্রোটোকল নির্ধারণ করেছে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে, বিগ ব্যাশের ক্রিকেটারদের চুল কাটা যাবে না।
চলতি মাসের শুরুতে অবশ্য যে প্রোটোকল জানানো হয়েছে, সেখানে অন্য বিষয় বলা হয়। তখন জানানো হয়, ফেস মাস্ক পড়েই একমাত্র হেয়ারকাটিং করা যাবে। কড়া কোভিড প্রোটোকলের কারণেই ২৪ ঘণ্টা আগে ডেভিড ওয়ার্নার এবং শন এবটকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেনি অজি বোর্ড।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, করোনা সংক্রমণ ভীতি এড়ানোর জন্য দুইজনকেই জাতীয় দলে যোগ দিতে দেওয়া হয়নি। সেই প্রতিবেদনেই লেখা হয়েছে, বিগ ব্যাশে ক্রিকেটারদের কড়াকড়ি আরো তীব্র করা হয়েছে।