অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর।। বড়দিনের আগে ফিয়োরেন্টিনার কাছে ০-৩ গোলে মন ভাল নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্রী হার দিয়ে বছর শেষ করার অনুভূতি তাঁকে কুরে কুরে খাচ্ছে। তাই নিজের ইনস্টাগ্রাম পেজে জুভেন্টাস ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। রোনাল্ডো লিখেছেন, “ফিয়োরেন্টিনার কাছে হারটা খুবই শোচনীয়। এত বাজে ফুটবল আগে আমরা খেলিনি। এই ফলটা কোনও ভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এই বছরের জন্য আমরা নিজেদের শেষ ম্যাচ খেলে ফেললাম।
এটা এমনই একটা বছর যেখানে দেখতে হয়েছে ফাঁকা স্টেডিয়াম, কোভিড সংক্রান্ত নির্দেশিকা, বারবার করে ম্যাচ ভেস্তে গিয়েছে। এক দীর্ধ বিরতির পরে ম্যাচ শুরু হয়েছে এবং তার পরে টানা ম্যাচের ধকল। এই সমস্ত কিছুই আমাদের সামলাতে হয়েছে।” তবে সেই কারণেই যে শেষ ম্যাচে হারতে হয়েছে তাঁদের, সেটা কিন্তু আদৌ বলেননি রোনাল্ডো।
তিনি লিখেছেন, “তবে হারের জন্য এই কারণগুলোকে বাহানী হিসেবে দেখাতে চাইছি না। আমরা জানি, জিততে হলে এর চেয়ে অনেক ভাল খেলতে হবে। আমাদের আরও পরিশ্রম করতে হবে। যাতে পরবর্তী সময়ে দল ধারাবাহিক ভাবে জয় সুনিশ্চিত করতে পারে। মনে রাখতে হবে আমরা জুভেন্টাস। মাঠে আমরা বরাবর সেরাটা উজাড় করে দিতে চাই। এই ধরনের ফলকে কোনও ভাবেই গ্রহণ করতে পারি না।” আগামী রবিবার উডিনেজের বিরুদ্ধে নতুন বছরের প্রথম ম্যাচ খেলবে জুভেন্টাস। তার আগে ভক্তদের কাছে রোনাল্ডো বার্তা দিয়েছেন, “আমি বিশ্বাস করি, এই সাময়িক বিশ্রাম আমাদের নতুন শক্তি এবং উদ্যম নিয়ে মাঠে ফিরে আসতে দারুণ সাহায্য করবে। আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে আমরা খেলতে নামব।
এই বছরের মরসুম শেষ হয়ে গেল। আমরা বিশ্বাস করি, নতুন বছরে আবারও জুভেন্টাস সাফল্যের উল্লাসে নতুন করে মেতে উঠবে। আমাদের প্রতি বিশ্বাস রাখুন। দলের প্রতি বিশ্বাস রাখুন। আমরা কিন্তু আপনাদের পুরোদস্তুর বিশ্বাস করিষ এবং আমরা আবার সেরা ফুটবলই উপহার দেব।” এ দিকে, বড়দিন নিয়ে রোনাল্ডোর পরিবারে উৎসবের আবহ তৈরি হয়ে গিয়েছে। রোনাল্ডোর বান্ধবী জিওর্জিনা রদরিগেস রোনাল্ডো জুনিয়রকে নিয়ে ক্রিসমাস ট্রি-র সামনে একটা ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। তিনি লিখেছেন, “আমার মিষ্টি ছোট্ট মানুষ।” ভক্তরাও বড়দিনের আগাম অভিনন্দন জানিয়েছেন জিওর্জিনা এবং রোনাল্ডোর পরিবারের সমস্ত সদস্যদের।”