মেসির গোল হজম করে ‘উপহার’

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। ২১ বোতল বিয়ার উপহার পেতে যাচ্ছেন বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোতে খেলা দিয়োগো আলভেস। কিন্তু এই উপহারে খুশি হবেন তো ব্রাজিলের জার্সিতে ১০টি ম্যাচ খেলা গোলরক্ষক! বিয়ার উৎপাদন প্রতিষ্ঠান বাডওয়াইজারের কাছ থেকে এই উপহার পাওয়ার কারণ যে লিওনেল মেসির কাছে গোল হজম করা!

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি সম্প্রতি পেলেকে পেছনে ফেলে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। সান্তোসের পেলের ৬৪৩ গোলের রেকর্ড পেছনে ফেলে বার্সার হয়ে ৬৪৪ গোল করে মেসি এখন শীর্ষে।

এই উপলক্ষেই মেসির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বাডওয়াইজার ঠিক করেছে, মেসি যাদের বিপক্ষে বার্সেলোনার হয়ে গোল করেছেন, সেই সব গোলরক্ষককে বিয়ার উপহার দেওয়ার। যে গোলরক্ষক যত গোল খেয়েছেন, তত বোতল করে উপহার। প্রতিটি বোতলে মেসির গোলের ক্রম দেওয়া আছে, আছে মেসির ছবিও। মেসির কাছে গোল খেয়েছেন ১৬০ জন গোলরক্ষক। তাদের মধ্যে মেসির কাছে সবচেয়ে বেশি গোল খাওয়া আলভেস পাবেন ২১ বোতল বিয়ার।

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত আলমেরিয়ায় কাটানোর পর ২০১৭ পর্যন্ত ভ্যালেন্সিয়ার হয়ে লা লিগায় খেলেছিলেন আলভেস। জুভেন্তাসের ইতালিয়ান কিংবদন্তি জিয়ানলুইজি বুফন বৃহস্পতিবারই পেয়ে গেছেন নিজের উপহার। বুফনের বিপক্ষে বার্সার হয়ে ২টি গোল মেসির।

দুটি গোলই ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এক ম্যাচে। গোল দুটি ছিল বার্সেলোনার জার্সিতে মেসির ৫১৪ ও ৫১৫তম। বুফন পেয়েছেন ৫১৪ ও ৫১৫ লেখা দুটি বোতল। টুইটার, ফেইসবুকে বুফন যার ছবি পোস্ট করেছেন। দারুণ অর্জনের জন্য মেসিকে অভিনন্দন জানিয়েছে লিখেছেন, এটাকে প্রশংসা হিসেবেই নিয়েছি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?