অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। ২০২২ সাল থেকে আইপিএলে দেখা যাবে ১০ দলকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমন সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। আহমেদাবাদে বৃহস্পতিবার ছিল বিসিসিআইয়ের এজিএম। সেখানেই আইপিএলে দল বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এতে করে ভারতীয় ক্রিকেটারদের আরো সুযোগ বাড়ল আইপিএলে।
এই সভায় নেওয়া হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে আইসিসির দাবিকে সমর্থন জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে কিছু বিষয় জেনে নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অলিম্পিকে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। করোনার কারণে ঘরোয়া ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ায় নারী-পুরুষ নির্বিশেষে প্রথম শ্রেণির সব ক্রিকেটারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড।
১০ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির মাধ্যমে ভারতের ঘরোয়া ক্রিকেট শুরু হবে। টাইমস অফ ইন্ডিয়াকে বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা পুরোটাই সচিব জয় শাহের। ’