রেল ব্রিজ থেকে পড়ল বোলেরো পিকআপ গাড়ি, আহত চালক

স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ, ২৫ ডিসেম্বর।। রেল ব্রিজ থেকে প্রায় ৬০ ফুট নিচে রেল রাস্তার পাশে পড়ে যায় টি আর ০৭ ১৬৬২ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি।

ঘটনা বিশ্রামগঞ্জ থানার অধীন ননজলা রেল ব্রিজ এলাকায়। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এই বোলেরো পিকআপ গাড়ি নিয়ে গাড়ির চালক সুমন মিয়া (৩৫)এই রেল ব্রিজের উপর দিয়ে যাবার সময় গাড়ি উল্টে প্রায় ৬০ থেকে ৭০ ফুট নিচে রেল লাইনের পাশে পড়ে যায়।

আহত হয় সুমন মিয়া। ভোরবেলায় ননজলা এলাকার মানুষ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এসে এই ঘটনা দেখতে পান। এলাকাবাসী জানিয়েছে রেল রাস্তায় পড়লে রেল চলাচলে বিঘ্ন হত। একেবারে রেল রাস্তার গা ঘেঁষে পড়েছে গাড়িটি।

সকালবেলায় একটি রেল গিয়েছে এই রাস্তা দিয়ে। রেলটি অল্প কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে বোলেরো পিকআপ গাড়ির অবস্থা দেখেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে বড়দিনের কাকভোরে বিশ্রামগঞ্জ থানা এলাকায় যান দুর্ঘটনায় হতবাক এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যানবাহনের গতি একটি ধারালো ছুরি যা এক নিমিষেই শেষ করে দেয় চালক এবং যাত্রীদের জীবন। এরপরেও চালকরা গতি নিয়ন্ত্রণ না করে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে ঘটছে দুর্ঘটনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?