অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র শরিক নীতীশ কুমারের জেডিইউ। কয়েকমাস আগেই বিহারে বিজেপি-জেডিইউ জোট ক্ষমতায় এসেছে। যদিও সেখানে জেডিইউ’র থেকে বেশি সংখ্যক আসনে জিতেছে বিজেপি। কিন্তু বিহারে এখন তাদের জোট সরকারই চলছে। কিন্তু এরই মাঝে ঘটল উলোটপূরাণ। যা ইঙ্গিত দিচ্ছে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির দূরত্ব বৃদ্ধির। অরুণাচলে জেডিইউ এর সাত বিধায়কের মধ্যে ছ’জনই যোগ দিলেন বিজেপিতে।
ফলে ৬০ আসন বিশিষ্ট অরুণাচল বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা আরও বাড়ল। বর্তমানে সেখানে বিজেপির ৪৮ জন বিধায়ক আছেন। ঘটনার যথেষ্ট ক্ষুব্ধ জেডিইউ নেতৃত্ব। তারা বিজেপিকে ‘বিশ্বাসঘাতক’ বলছে। দলের মুখপাত্র কে সি ত্যাগী বলেছেন, ‘আমরা অরুণাচলে প্রধান বিরোধী দল হতে পারতাম। কিন্তু আমরা বিজেপি’কেই সমর্থন করেছিলাম’। বিহারে জেডিইউ এর থেকে বেশি আসন পাওয়ায়, নীতীশ কুমারের উপর বিজেপি চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বিহারে না হলেও এবার অরুণাচলে নিজেদের ক্ষমতা জাহির করল পদ্ম শিবির।