অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। ফ্রান্সে গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার মধ্য ফ্রান্সের পিউ-দে-ডোম এলাকায় এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে পাবলিক প্রসিকিউটর অফিস। রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডয়চে ভেলে।পারিবারিক সহিংসতা নিয়ে একটি ফোন কল পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে এক নারীকে উদ্ধারের চেষ্টা চালালে ৪৮ বছর বয়সী এক পুরুষ গুলিবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে।