দুই বছরের মধ্যে ইসরায়েলে চতুর্থবারের মতো নির্বাচন

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। জাতীয় ঐকমত্যের সরকারে মতবিরোধের কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাজেট পাস করতে না পারায় ইসরায়েলের ২৩তম পার্লামেন্ট বুধবার স্বাভাবিকভাবে ভেঙে গেছে। আগামী ২৩ মার্চ দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে দুই বছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ জাতীয় নির্বাচন। খবর: আলজাজিরা। পার্লামেন্টের সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে স্পিকার ইয়ারিভ লাভিন বলেন, ‘আমরা আবারও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটি কঠিন সময় আসছে।

ইসরায়েলের ২৩তম পার্লামেন্টের দরজা এখন বন্ধ। এ অধিবেশনটি রাষ্ট্র পরিচালিত পার্লামেন্টারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের বর্তমান আইন অনুযায়ী, ২০২১ সালের ২৩ মার্চ ইসরায়েলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। আগাম নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিপরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু তার পদে বহাল থাকবেন।

দুই বছরেরও কম সময়ের মধ্যে এটি হবে ইসরায়েলের চতুর্থ নির্বাচন। চলতি বছরের ১৭ মে ঐকমত্যের সরকারের এ মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে। এককভাবে সরকার গঠন করতে না পারায় চুক্তি অনুযায়ী ঐকমত্যের সরকারের প্রথম অর্ধেক মেয়াদে নেতানিয়াহু আর দ্বিতীয়ার্ধে বেনি গানৎজের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের কথা ছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?