স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ২৩ ডিসেম্বর।। গরু চোর সন্দেহে কল্যাণপুরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সংবাদ সূত্রে জানা গেছে কল্যাণপুর থানা এলাকায় গত বেশ কিছুদিন ধরেই গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। স্থানীয় এক মহিলার অভিযোগ ওই ব্যক্তিকে কলানপুর থানার পুলিশ আটক করেছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে সে গরু চুরির সহ বিভিন্ন চুরির ঘটনায় জড়িত রয়েছে।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে। আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণপুর থানার পুলিশ।এদিকে কল্যাণ পুর থানা এলাকার বিভিন্ন স্থানে গরু চুরি সহ বাড়িঘরে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ওইসব এলাকায় বসবাসকারী জনগণ নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয় পড়েছেন। গরু চুরি সহ অন্যান্য অপরাধ প্রবণতা রোধে পুলিশের তৎপরতা বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।