অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিরুদ্ধে একদিনে ২৭টি বানর মেরে ফেলার অভিযোগ তুলেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির একটি রিসার্চ সেন্টারে বানরগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়। তাদের মেরে ফেলার পরিবর্তে অভয়ারণ্যে ছেড়ে দেয়া যেত বলে মনে করছেন প্রাণবিদেরা। সেটি না করে নৃশংসতার পথ বেছে নেয়ায় নাসার সমালোচনা শুরু হয়েছে। গত বছর ২ ফেব্রুয়ারি রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে বানরগুলো হত্যা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ আছে।
বানরগুলো গবেষণা সেন্টারে বড় হচ্ছিল। এর মধ্যে ২১টির পারকিনসন রোগ ছিল। প্রাণীদের আটকে রেখে বিভিন্ন গবেষণায় ব্যবহারের জন্য নাসাকে নিয়ে আলোচনা বহু পুরোনো। প্রশিক্ষণ দিয়ে কখনো কখনো তাদের মহাকাশে পাঠানো হয়। গার্ডিয়ান বলছে, এই বানরগুলোকে কোনো গবেষণার কাজে ব্যবহার করা হয়নি। মহাকাশ অভিযানেও নেয়া হয়নি। নাসা এবং লাইফসোর্স বায়োমেডিক্যাল আয়োজিত একটি যৌথ প্রোগ্রামের জন্য প্রাণীগুলোকে আটকে রাখা হয়। নিউ মেক্সিকোর অ্যানিমেল এথিকসের অধ্যাপক জন গ্লুক বলেছেন, ‘প্রাণীগুলো নৈতিক বঞ্চনার শিকার। তাদের ছেড়ে দেয়ার মতো মূল্যটুকু দেয়া হয়নি। একবার কি চেষ্টা করা যেত না?’