ফাঁকা মাঠে ফুটবল খেলা দুঃসহ অভিজ্ঞতা, বলছেন হতাশ মেসি

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। সোমবারই সাত বারের জন্য পিচিচি ট্রফি পেয়েছেন তিনি। কিন্তু বার্সেলোনা তারকা লিওনেল মেসি জানিয়ে দিলেন, করোনা পরবর্তী সময়ে ফাঁকা মাঠে ফুটবল খেলার মতো অসহ্য ঘটনা আর কিছুই হতে পারে না। তাঁরাও আপ্রাণ চেষ্টা করছেন, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। স্পেনের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, “দর্শকবিহীন স্টেডিয়ামে ফুটবল খেলার মতো দুঃসহ ঘটনা আর কিছু হতে পারে না। একটা দমবন্ধ করা অনুভূতি হয়। তার প্রভাবও পড়ে ফুটবলে। মাঠে নেমে কোনও দর্শককে দেখতে পাচ্ছি না।

মনে হচ্ছে যেন অনুশীলন করতে নামলাম। তার নেতিবাচক প্রভাব পড়ছে খেলার উপরেও। যার বিরুদ্ধেই খেলি না কেন, এই ফাঁকা স্টেডিয়াম সেই জয় পাওয়ার ব্যাপারকে ক্রমশ কঠিন করে দিচ্ছে।” যোগ করেছেন, “করোনা অতিমারি আমূল পরিবর্তন এনে দিয়েছে ফুটবলে এবং সেই পরিবর্তনগুলো হয়েছে খারাপের জন্যই। আশা করছি, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। দর্শকরা মাঠে এসে খেলা দেখবেন। ভরা স্টেডিয়ামে ম্যাচ হবে।” চলতি মরসুমে বার্সেলোনাকে দেখা যাচ্ছে দুই ধরনের মেজাজে। লা লিগায় দলের খেলার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না চেনা ছন্দ। আবার সেই দলটাই চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফুটবল খেলছে। কেন এই বৈপরীত্য? মেসি বলেছেন, “বিষয়টা তেমন নয়।

আমরা কিন্তু সমস্ত ম্যাচেই জেতার জন্য আপ্রাণ চেষ্টা করি। এটাই বার্সেলোনা ক্লাবের বিশিষ্টতা। কিন্তু লা লিগার শুরুটা এবার মোটেও ভাল হয়নি। খেতাফে, রিয়াল মাদ্রিদ বা আলাভাসের বিরুদ্ধে আমরা যত গোলের সুযোগ তৈরি করেছিলাম, সেটা কাজে লাগলে এই পরিস্থিতি হয়তো হত না। তবে আশাহত হওয়ার কারণ নেই। আগামী ম্যাচগুলোতে জিততে পারলেই এই ছবিটা পাল্টে যাবে। করোনা অতিমারির কারণে অনেক দিন পরে আবার ফুটবল শুরু হয়েছে। সকলের পক্ষেই স্বাভাবিক ফুটবল খেলা কঠিন হয়ে পড়ছে। এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের দ্রুত মানিয়ে নিতে পারলে বার্সেলোনা আবার আগের ছন্দে ফিরতে পারে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?