অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। ভায়াদোলিদকে ৩-০ গোলে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল বার্সেলোনা। কিন্তু তার চেয়েও বড় ঘটনা হল, কিংবদন্তি পেলের ৬৪৩ গোলের নজিরকে ম্লান করে দিলেন লিওনেল মেসি। মঙ্গলবারের ম্যাচে তিনিও গোল করলেন। কোনও একটি ক্লাবের হয়ে পেলের ৬৪৩ গোলকে পিছনে ফেললেন আর্জেন্তিনীয় তারকা। এখনও পর্যন্ত তাঁর মোট গোল দাঁড়াল ৬৪৪, বার্সেলোনার হয়ে।
দুর্দান্ত জয়ের পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উল্লসিত মেসি লিখলেন, “ফুটবল খেলা যখব শুরু করেছিলাম, তখন স্বপ্নেও কল্পনা করতে পারিনি কোনও দিন কোনও রেকর্ড ভাঙতে পারি। বিশেষ করে, আজ পেলের মতো ব্যক্তিত্বের রেকর্ড ভাঙার পরে অনুভূতিটা ভাষায় ব্যক্ত করতে পারব না। এত দিন ধরে যাঁরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাঁদের, আমার দলের সতীর্থদের, আমার পরিবার, বন্ধুস্বজনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটা মাইলফলকে পৌঁছনোর জন্য।”
১৭ সমরসুম ধরে বার্সেলোনার জার্সিতে ৭৪৯ নম্বর ম্যাচ খেলতে নেমে মেসির এই কীর্তিতে অভিভুত ম্যানেজার রোনাল্ড কোমানও। তিনি বলেছেন, “আমি তো একথাটা ক্রমাগত বলেই চলেছি যে, মেসি আবার হাসিখুশি মেজাজে ফুটবলটা উপভোগ করা শুরু করেছে। ও য়ে কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটা আবার প্রমাণ করে দিয়েছে। পাশে বুদ্ধিমান ফুটবলার পেলে মেসি কী করতে পারে, সেটা দেখিয়ে দিল।” সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, তিনি এখন যে কোনো মূল্যে দলকে দিতে চান সাফল্য। তা নিয়ে কোমান বলেছেন, “ও সাক্ষাৎকারে কী বলেছে, সেটা আমি বলতে পারব না।
তবে লিওকে দেখে মনে হয়েছে, এ বার ও অনেক বেশি দায়িত্ব নিয়ে ফুটবল খেলছে। আর বার্সেলোনাকে সাফল্যের শীর্ষে দেখতে ও বরাবর খুব পছন্দ করে। আমার কাজ ওকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য যে ধরনের সহায়তার প্রয়োজন, আমি সেটাই করে চলেছি।”