স্টাফ রিপোর্টার, ২৩ ডিসেম্বর।। কোভিড-১৯ পরিস্থিতির নিরিখে আজকের দিনে ন্যায় পরিষেবায় ডিজিটাল পদ্ধতি চালু করা খুবই প্রয়োজন৷ সেই লক্ষ্যে সুুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট ই-সেবা কেন্দ্র চালু করার উদ্যোগ নিয়েছে৷ সাধারণ মানুষকে আদালতের সুুবিধা প্রদান করার জন্য ই-সেবা কেন্দ্র হচ্ছে একটি সঠিক চিন্তাধারা৷ আজ ত্রিপুরা হাইকোর্টে ই-সেবা কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে৷ ই-সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়াতে ত্রিপুরা হাইকোর্টের প্রশংসা করে তিনি বলেন, সীমিত সম্পদের অধিকারী হয়েও ত্রিপুরার মানুষের হৃদয় অনেক উদার৷
এই উদারতার পরিচয় তারা ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দিয়েছিলেন অসংখ্য মানুষকে আশ্রয় দিয়ে৷ তিনি তার ভাষণে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক এবং মহান সঙ্গীতকার শচীন দেববর্মণ ও রাহুল দেববর্মণের ইতিহাসও তুলে ধরেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ কুরেশি বলেন, ডিজিটাল পরিষেবা একেবারে নতুন বিষয় না হলেও কোভিড-১৯ পরিস্থিতিতে মানব সম্পদের সমন্বয়ে প্রযুক্তির ব্যবহার সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে৷
ত্রিপুরার মানুষের উদারতার কথা চিন্তা করে সংবিধানে নিহিত সামাজিক, রাজনৈতিক ও আর্থিক ন্যায় প্রদানের ক্ষেত্রে সীমিত সম্পদ বাঁধা হয়ে দাঁড়ায়নি৷ এই ই-সেবা কেন্দ্র সাধারণ মানুষের আদালত সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে ওয়ান স্টপ কেন্দ্র হিসেবে কাজ করবে৷ এই কেন্দ্রের মূল পরিষেবার মধ্যে রয়েছে বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের মধ্যে সংযোগ তৈরি করা৷ এই কেন্দ্রে কম্পিউটার, স্ক্যানার, ল্যান, ইকিয়স্ক ইত্যাদি সুুবিধা থাকবে৷ হিন্দী/ইংরেজি/স্থানীয় ভাষায় তথ্য পুস্তিকা থাকবে৷ এই কেন্দ্র সমস্ত কাজের দিন খোলা থাকবে এবং বিনামূল্যে সাধারণ মানুষ ও বার সদস্যদের পরিষেবা প্রদান করবে৷ এতে ল্যাণ্ডলাইন/মোবাইল/হোয়াটস অ্যাপ নম্বর থাকবে, ই-ফাইলিং অব পিটিশন, ই-স্ট্যাম্প/পেমেন্ট, ই-মুলাকাতের জন্য সময় নির্ধারণ করা, কোর্ট রায়ের সফট কপি প্রদান, বিনামূল্যে আইনী পরিষেবা প্রদান ইত্যাদি করা হবে৷
অনুষ্ঠানের শুরুতে সুুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রবীন্দ্রনাথের কবিতা সম্বলিত এক মারকপত্র দিয়ে সম্মানিত করা হয় এবং অন্যান্য অতিথিদের রিসা দিয়ে বরণ করা হয়৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এস তলাপাত্র, এস জি চ্যাটার্জি, গৌহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এ সিং প্রমুখ৷