করোনার সংক্রমণ বাড়তে থাকায় সাত দিনের লকডাউন ঘোষণা ভুটানে

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। করোনার সংক্রমণ বাড়তে থাকায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বুধবার থেকে সারাদেশে এই লকডাউনের ঘোষণা দেন। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লোটে শেরিং বলেন, ‘যদিও আমরা সাতদিনের লকডাউন ঘোষণা করেছি। ভাইরাসের গতিবিধি দেখে পরবর্তীতে লকডাউনের সময় বাড়ানো হবে কি না, এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ লকডাউনের মধ্যে দেশের অভ্যন্তরে শাকসবজি ও অন্যান্য পণ্য সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি।

এ বছর আগস্টে করোনা সংক্রমণ ঠেকাতে প্রথমবারের মতো ২১ দিনের লকডাউন ঘোষণা করে ভুটান। কঠোর নিয়ম মেনে করোনাভাইরাস প্রতিরোধে ভুটানের সাফল্য গোটা বিশ্বেই প্রশংসা কুড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৪৩০ জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত একজনেরও মৃত্যু হয়নি। তিন দিন আগে থিম্পু শহরে করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। কমিউনিটি ট্রান্সমিশনের ঝুঁকির মধ্যে ওই তিন দিনেই আক্রান্তের সংস্পর্শে আসা ৫ হাজার ৪৪১ জনকে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ শনাক্তের পর আইসোলেশনে পাঠানো হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?