স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৩ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমার কদমতলা থানার ভিতর গুল গ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা গেছে মাত্র ১৮ মাস আগে সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। বেশ কয়েকবার এনিয়ে সালীশি হয়েছে। কিন্তু তাদের পরিবারে শান্তি ফিরে আসেনি।পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৃতার বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে গৃহবধূকে পরিকল্পিতভাবে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে কদমতলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত ক্রমে ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন।