অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। জোড়া সিংহের আক্রমণে প্রাণ গেল কিশোরীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতে। মৃত কিশরীর নাম ভাবনা।গুজরাটের ধনফুলিয়া গ্রামের বাসিন্দা সতেরো বছরের ভাবনা ও তার তুতো বোন রেখা রাত দশটা নাগাদ শৌচকর্ম করতে বাড়ির বাইরে বেরিয়েছিল। ঠিক তখনই তার ওপর ঝাঁপিয়ে পড়ে দুটি সিংহ। ভাবনার মাথা কামড়ে ধরে তাকে নিয়ে দৌড় দেয় তারা। কোনও মতে প্রাণে বেঁচে যায় রেখা। সে বাড়িতে গিয়ে খবর দিলে সকলে এসে যখন তাকে উদ্ধার করে ততক্ষণে কিশোরীর হাঁটু থেকে উরু পর্যন্ত খেয়ে ফেলেছে সিংহ দু’টি।
বন দফতরের আধিকারিকের কথা অনুযায়ী, তারা ঘটনাস্থলে পৌঁছনোর কিছুক্ষণ পরেই ঘটনাস্থল থেকে ১৫০ মিটার দূরে দেহটি উদ্ধার হয়। ততক্ষণে বেশ কিছুটা দেহ খেয়ে ফেলেছিল সিংহ দুটি। তবে আওয়াজ ও হইহই শুনে দেহটি ফেলে রেখেই পালিয়ে যায় সিংহ দুটি। তবে সাধারণত সিংহ নর খাদক নয়, তবে ওই কিশোরীরা চাদর মুড়ি দিয়ে রেখেছিল, তাই অন্ধকারে তাদের ছোট কোনও পশু বলে ভুল করেছিল সিংহ দু’টি। আপাতত তাদের ধরতে ফাঁদ পেতেছে বন দফতর। আর কেউ আক্রান্ত হওয়ার আগেই তাদের ধরে ফেলাই লক্ষ্য বন আধিকারিকদের।