অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। মানুষের ভালবাসা তাঁকে বসাল ঈশ্বরের আসনেও। তেলেঙ্গানায় তৈরি হয়েছে সোনু সুদের মন্দির। লকডাউন পর্বে যেভাবে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে কুর্নিশ করেছে শুধু ভারত নয়, গোটা বিশ্ব। সেই সোনু সুদকে সম্মান জানাতে একটা মন্দির তৈরি হয়েছে তেলেঙ্গানায়। গিরি কোন্ডাল রেড্ডি নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মহামারী পরিস্থিতিতে বহু মানুষকে সাহায্য করেছেন সোনু সুদ। তাঁর নামে একটি মন্দির তৈরি করতে পারা তাঁদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। নিঃস্বার্থ জনসেবার নজির তৈরি করেছেন সোনু সুদ।
কিছুদিন আগে গরীবদের সাহায্যে প্রয়োজনীয় ১০ কোটি টাকা সংগ্রহের জন্য মুম্বইয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন অভিনেতা। জুহুতে নিজের ছয়টি ফ্ল্যাট এবং দুটো দোকান বন্ধক রেখেছেন সোনু সুদ। গত সেপ্টেম্বরে তাঁর কাজকে স্বীকৃতি দিয়ে পুরস্কার ঘোষণা করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। বিশেষ আন্তর্জাতিক সম্মানও দেওয়া হয়েছে তাঁকে। এবার তাঁর নামে তৈরি হল মন্দিরও। মন্দির তৈরি প্রসঙ্গে সোনু নিজে বলেন, এটা অত্যন্ত আনন্দের মুহূর্ত তাঁর কাছে ঠিকই, কিন্তু তিনি এর যোগ্য নন। একজন সাধারণ মানুষ হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।এটা তিনি নিজের কর্তব্যবোধ থেকে করেছেন, নিজেকে দেবতার স্থানে দেখার জন্য নয়।