অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী হলেও দেশে ফের কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণের খোঁজ মিলেছে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ হাজার ৬৬ জন।
কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩৩ জন। ফলে করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪৬ হাজার ৪৪৪ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬ লক্ষ ৬৩ হাজার ৩৮২ জন। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৯৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, ২ লক্ষ ৮৯ হাজার ২৪০ জন। দেশে সুস্থতার হার ৯৫.৬৫ শতাংশ।