অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। কেন্দ্রের আনা নয়া তিন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন কৃষকরা। জানা গিয়েছে, দিল্লির সিংঘু সীমান্তে অবস্থানরত কৃষকরা মঙ্গলবার প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন।
এদিন দিল্লির সিংঘু সীমান্তে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা এক রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। সেই শিবির থেকে সংগৃহীত রক্ত দিয়েই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কৃষকরা।
চিঠিতে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদিজি আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের ভোট দ্বারা আপনি নির্বাচিত হয়েছেন। এই তিন কৃষি আইন আমরা গ্রহণ করছি না, এগুলি বাতিল করুন’। এদিন আন্দোলনের রূপরেখা ঠিক করতে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন কৃষকরা।
সেখানে ঠিক হয়েছে আগামী ২৮ ডিসেম্বর থেকে ফের জোরদার আন্দোলন শুরু হবে। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাবেন শিখ সম্প্রদায়ের মানুষ।