অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। বিশ্বজুডে জাঁকিয়ে বসছে করোনা। ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, বুধবার ২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৮৩ লক্ষ অতিক্রম করেছে। মৃতের সংখ্যা ১৭ লক্ষ ২৩ হাজারের বেশি। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে সাড়ে ৫ কোটি করোনা আক্রান্ত। এর মধ্যেই হুড়মুড়িয়ে বাড়ছে করোনা-সংক্রমিতের সংখ্যা। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গত এক বছরে ভাইরাসের কোপে ৩ লক্ষ ৩০ হাজারের বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ লক্ষ পেরিয়েছে।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে সেখানে আক্রান্তের সংখ্যা ১ কোটির বেশি। মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজারের বেশি। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৭৩ লক্ষ পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জনের। ব্রিটেন, আমেরিকা, কানাডায় শুরু হয়েছে টিকাকারণ। বিশ্বের বাকি দেশও তাকিয়ে টিকার দিকে। এ বার আন্টার্কটিকাতেও হানা দিল করোনা।
এই প্রথম সেখানে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চিলির রিসার্চ বেসে ৩৬ জনের শরীরে মিলেছে ভাইরাস। ওই ৩৬ জনের মধ্যে ২৬ জন চিলির সেনা এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী। আক্রান্তদের প্রত্যেককেই উদ্ধার করে চিলের পুন্টা আরেনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।