অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। এবার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর। হবু স্বামী নীলাঞ্জন ঘোষের পাশে বসে আইবুড়ো ভাত খেলেন ইমন। ইনস্টাগ্রামে আপলোড করেছেন সেই ছবি। গোলাপি রঙের শাড়িতে সেজেছেন ইমন। পাশে জিনসের উপর কালো পাঞ্জাবি ও হাতকাটা জ্যাকেট পরে বসে নীলাঞ্জন। অনুষ্ঠান ঘরোয়া হলেও পাতে আয়োজনের কমতি নেই।
ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে দু’জনের পাতে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, দুই রকমের ইলিশ মাছের পদ থেকে মাংস, সবই রয়েছে সাদা ভাতের পাশে সাজানো। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে ইমন লিখেছেন, “নতুন অধ্যায় শুরুর পথে! পরিবারের সঙ্গেই শুরু আইবুড়ো ভাত।” নীলাঞ্জনকে ট্যাগ করার পাশাপাশি দু’জনের নাম জুড়ে ‘নীলামন’ হিসেবে নতুন হ্যাশট্যাগও দিয়েছেন ইমন। উল্লেখ্য, অক্টোবর মাসে নীলাঞ্জনের সঙ্গে আংটি বদলের কথা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ইমন। করোনা পরিস্থিতির জন্য সেই অনুষ্ঠানও সেরেছিলেন ঘরোয়া ভাবে।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। শোনা গিয়েছে, বিয়েতেও খুব বেশি আড়ম্বর করবেন না সংগীতশিল্পী। কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসছেন ইমন চক্রবর্তী? সেই বিষয়ে মুখ খুলতে নারাজ সংগীতশিল্পী। অবশ্য আইবুড়ো ভাতের পর্ব যখন শুরু হয়ে গিয়েছে, তখন নতুন বছরে শুরুতেই সাতপাকে ধরা দেওয়ার সম্ভাবনা প্রবল।