মোদি থাকতে আপনাদের কোন ক্ষতি হবে না, কৃষকদের আশ্বাস রাজনাথের

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী থাকতে আপনাদের কোনও ক্ষতি হবে না। বরং প্রধানমন্ত্রী হিসেবে মোদি সব সময় আপনাদের ভাল চান। বুধবার কিষাণ দিবসের এক অনুষ্ঠানে কৃষকদের প্রতি এই মন্তব্য করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য চৌধুরী চরণ সিংয়ের জন্মদিনটি গোটা দেশে কিষাণ দিবস হিসেবে পালন করা হয়। বুধবার ছিল চরণ সিংয়ের জন্মদিন। এরই মধ্যে দিল্লির কৃষক আন্দোলন বুধবার ২৮ দিনে পড়ল।

কিষাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, দেশের প্রত্যেক অন্নদাতাকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁরা আছেন বলেই দেশের মানুষ প্রতিদিন খেতে পান। সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে কয়েকজন কৃষক বিক্ষোভ দেখাচ্ছেন। সরকার তাঁদের দাবি দাওয়ার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। কৃষকদের বোঝা উচিত, নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রীর কুর্সিতে আছেন ততদিন তাঁদের কোনও ক্ষতি হতে দেবেন না। আমি আশা করি, কৃষকদের এই আন্দোলন শীঘ্রই শেষ হবে।
রাজনাথ আরও বলেন চৌধুরী চরণ সিং সব সময় চাইতেন কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বিক্রি করে ভালো দাম পাক। কারণ কৃষকদের আয় বৃদ্ধি হওয়া খুবই জরুরি। একই সঙ্গে কৃষকরা যেন উপযুক্ত সম্মান পান সে বিষয়েও তিনি খেয়াল রাখতেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি চরণ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত। তিনিও কৃষকদের আয় বাড়ানোর জন্যই বিভিন্ন কাজ করছেন। কৃষকদের ক্ষতি তিনি কখনওই হতে দেবেন না বা মেনে নেবেন না। এদিকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বুধবার বিকেলে বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন।

বিশেষ সূত্রের খবর, কয়েকটি কৃষক সংগঠন নতুন কৃষি তিন আইনকে শর্তসাপেক্ষে সমর্থন করতে পারে। তবে কেন্দ্রের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, কৃষকরা এখনও তাঁদের দাবির ব্যাপারে অনড়। তাঁদের সাফ কথা, নতুন তিন কৃষি আইন বাতিল করতে হবে। উল্লেখ্য মঙ্গলবার কৃষক বিক্ষোভের মুখে পড়েন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। আম্বালা যাওয়ার পথে তাঁর কনভয়ের পথ আটকে দেন কৃষকরা। মুখ্যমন্ত্রীকে দেখান হয় কালো পতাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?