কোভিড নিয়ম ভঙ্গ করে পুলিশের হাতে গ্রেফতার রায়না, সঙ্গে হৃতিকের প্রাক্তন স্ত্রীও

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। করোনার সংক্রমণ রুখতে নতুন নিয়ম জারি করেছে মহারাষ্ট্র সরকার। আর সেই নিয়ম উপেক্ষা করে অধিক রাত পর্যন্ত মুম্বইয়ের একটি অভিজাত রেস্তরাঁয় পার্টি করে পুলিশের হাতে গ্রেফতার হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তাঁর সঙ্গেই পুলিশ গ্রেফতার করেছে বলিউড তারকা হতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানকেও। পরে অবশ্য তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ভোররাতে মুম্বই বিমানবন্দর সংলগ্ন এক রেস্তোরাঁয় হানা দিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।

তাদের অভিযোগ, করোনা সংক্রমণ রুখতে মহারাষ্ট্র সরকার এখন নিয়ম জারি করে দিয়েছে, কতক্ষণ পর্যন্ত হোটেল, পানশালা, রেস্তরাঁ খোলা থাকবে। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই ভোররাত পর্যন্ত পার্টি চলে। পুলিশের বক্তব্য, রাত তিনটে নাগাদ ওই রেস্তরাঁয় গিয়ে দেখা যায় রায়না-সহ বেশ কিছু পরিচিত সেলিব্রিটি করোনার নিয়ম উপেক্ষা করে উদ্দাম পার্টিতে মগ্ন হয়ে রয়েছেন। দূরত্ববিধি তো ছিলই না, অধিকাংশের মুখে ছিল না মাস্কও। তার পরেই পুলিশ তাঁদের ভারতীয় দণ্ডবিধির ১৪৪, ২৬৯, ৩৪ নম্বর ধারা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের  ৫১ নম্বর ধারায় মামলাও করে। সাম্প্রতিক সময়ে সুরেশ রায়নাকে নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের বিতর্ক।

অগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে চেন্নাই সুপার কিংসের হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলে খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই পারিবারিক কারণে তিনি দেশে ফিরে আসেন। রায়না জানিয়েছিলেন, তাঁর কাকার আকস্মিক হত্যার কারণে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন। তবে এও শোনা যায়, চেন্নাই সুপার কিংস কর্তাদের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। সেই কারণে তিনি দেশে ফেরেন।

পরে রায়নার আধিকারিকদের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে জানানো হয়, একটি শুটিংয়ের কাজে রায়না মুম্বই গিয়েছিলেন। কিন্তু মুম্বইয়ে করোনা সংক্রমণ থামাতে সরকারি কী নির্দেশ জারি হয়েছে, তা সম্পর্কে কোনও ধারণা ছিল না। তিনি পুলিশের কাছে তাঁর অজ্ঞতার কথা স্বীকার করে ক্ষমাও চেয়ে নেন। তার পরে জামিনে মুক্ত হন। বাকিদেরও জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?