লকডাউনে সবচেয়ে পরোপকারী সাংসদদের তালিকায় রাহুল ও মহুয়ার নাম

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। করোনার সংক্রমণ রুখতে মার্চ মাসের শেষদিকে গোটা দেশে লকডাউন জারি করা হয়েছিল। হঠাৎ করে কেন্দ্র লকডাউন জারি করায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন। সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়াতে সেভাবে সাংসদদের বিশেষ একটা এগিয়ে আসতে দেখা যায়নি। কিন্তু এরই মধ্যে ব্যতিক্রম ছিলেন বেশ কয়েকজন। অর্থাৎ যাঁরা সমস্যায় পড়া মানুষের পাশে ছুটে গিয়েছিলেন।

সেই তালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধি ও তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রর মত নেত্রীর নাম। অক্টোবর মাসে এই সমীক্ষা চালায় দিল্লির এক সংস্থা। ‘গভর্ন আই’ নামে ওই সংস্থার মতে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র দুঃসময়ে মানুষের পাশে সবার আগে এগিয়ে এসেছেন। এছাড়াও নেল্লোরের ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ আদালা প্রভাকর এবং উজ্জয়িনীর বিজেপি সাংসদ অনিল ফিরোজিয়াও সাধারণ মানুষকে যথেষ্ট সাহায্য করেছেন। প্রাথমিকভাবে ২৫ জন সাংসদের নাম এই তালিকায় এসেছিল।

পরে তাঁদের মধ্য থেকে সেরা ১০ জনকে বেছে নেওয়া হয়েছে। সেরা ১০-এর এই তালিকায় রয়েছেন পর্যায়ক্রমে রাহুল গান্ধি (কংগ্রেস), মহুয়া মৈত্র (তৃণমূল কংগ্রেস), আদালা প্রভাকর (ওয়াইএসআর কংগ্রেস), অনিল ফিরোজিয়া (বিজেপি), তেজস্বী সূর্য (বিজেপি), হেমন্ত তুকারাম গডসে (শিবসেনা),  সুখবীর সিং বাদল (শিরোমণি আকালি দল), শঙ্কর লালওয়ানী (বিজেপি), টি সুমতি (ডিএমকে) এবং নীতিন গড়করি (বিজেপি)। অর্থাৎ প্রথম দশের তালিকায় বিজেপির চার সাংসদ রয়েছেন। দেশের ৫১২টি লোকসভা কেন্দ্রে এই সমীক্ষা চালানো হয়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?