অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। নাম সন্দীপ কুমার। বয়স বছর ২৮। বেশ সুন্দর চেহারা। নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতেন। আর পুলিশ অফিসার সেজেই একাধিক মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করেন তিনি। যদিও শেষ পর্যন্ত এই প্রতারককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাতে সন্দীপ পুলিশের জালে ধরা পড়ে। জানা গিয়েছে, ধৃত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় ভাটিয়া জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর পাহাড়গঞ্জ থানায় এক মহিলা ফোন করে জানান তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। পাহাড়গঞ্জের এক হোটেলে পুলিশ অফিসারের হাতে তিনি শ্লীলতাহানীর শিকার হয়েছেন। ওই মহিলার ফোন পাওয়ার পরই দিল্লি পুলিশ তদন্ত শুরু করে।
তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে পাহাড়গঞ্জের হোটেলে ওই যুবক নিজের যে পরিচয় দিয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো। তার ঠিকানা, ফোন নম্বর সব কিছুই জাল। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গেই পুলিশ জানতে পারে ওই ব্যক্তির একাধিক ফোন নম্বর রয়েছে। পুলিশ মোবাইল সংস্থার সঙ্গে পরামর্শ করে তার নম্বর ট্রেস করার চেষ্টা করে। কিন্ত দেখা যায় সন্দীপ নামে ওই যুবককে ক্রমাগত এলাকা বদল করছে। এর পরেই ওই হোটেল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। অন্যান্য এলাকা থেকেও বেশ কিছু সিসিটিভির ফুটেজ জোগাড় করা হয়।
ওই সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে কীর্তিমানকে শনাক্ত করে পুলিশ। দিল্লির এক বারে ওই যুবকের হদিশ মেলে। এরপর ফাঁদ পাতে পুলিশ। ওই বারের কর্মীদের সহযোগিতায় শেষ পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। জেরায় সন্দীপ তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। সে জানিয়েছে তার বাড়ি উত্তরপ্রদেশের মেরঠে। তার দুই স্ত্রী ও এক পুত্র সন্তানও আছে।