অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। আগামী সপ্তাহেই অক্সফোর্ডের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিতে পারে কেন্দ্র। জরুরী ভিত্তিতে এই টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে সুত্র মারফৎ জানা গিয়েছে। জানা গিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার কোভিড টিকার ভারতে প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটের কাছে কিছু অতিরিক্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। সেই তথ্য জমা পড়েছে। তাতে প্রাথমিকভাবে সন্তুষ্ট সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছেন, ভারতে টিকাকরণের দৌড়ে এগিয়ে রয়েছে তিন সংস্থার ভ্যাকসিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে টিকাকরণ। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে কোভিড টিকা তৈরি করেছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। ভারতে সেই টিকাই তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। তবে জানা গিয়েছে, ভারত বায়োটেক ও ফাইজারের কাছেও তাদের করোনা ভ্যাকসিন নিয়ে তথ্য চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই তথ্য এখনও এসে পৌছয়নি কেন্দ্রের কাছে।