অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। একা আবীর চট্টোপাধ্যায় নন, করোনার কবলে গোটা পরিবার। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন আবীরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন আবির। তিনি লিখেছিলেন, ‘অবাক করা ব্যাপার হল, সম্পূর্ণ সুস্থবোধ করছি আমি। ভালই আছি… শুধু গন্ধের অনুভূতিটুকু পুরোপুরি উধাও হয়ে গিয়েছে।
আবারও প্রমাণ হল এ জীবনে কিছুই নিশ্চিত নয়। সবরকম সুরক্ষা মেনেও কোভিড আক্রান্ত হয়েছি।’ পাশাপাশি আবির এও জানিয়েছিলেন যে, শীঘ্রই তাঁর পরিবারের অন্য সকলে করোনা পরীক্ষা করাবেন। একদিন কাটতে না কাটতেই, সোমবার রাতে আবিরের বাবা ফেসবুকের দেওয়ালে জানান তাঁর গোটা পরিবারই কোভিডের গ্রাসে। কী লিখেছেন তিনি? প্রবীণ অভিনেতা জানিয়েছেন, ‘অ্যাকাডেমিতে ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে।’ সূত্রের খবর, আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন।