অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রথম থেকেই সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি-সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার জন্য বুধবার তিনি দলের পাঁচ সাংসদকে দিল্লি পাঠিয়েছেন। যে পাঁচ সাংসদ দিল্লি-সিংঘু সীমান্তে গিয়েছেন তারা হলেন ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, নাদিমুল হক ও প্রতিমা মন্ডল। এই পাঁচ সাংসদ আন্দোলনরত কৃষকদের সঙ্গে ইতিমধ্যেই একাধিকবার আলোচনা চালিয়েছেন। আন্দোলন স্থল থেকেই এক সাংসদ এদিন সরাসরি ফোনে মমতার সঙ্গে কৃষক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
ফোনেই মমতা কৃষকদের পাশে থাকার এবং তাঁদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তবে আন্দোলনরত কৃষকরা চান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে তাঁদের আন্দোলন মঞ্চে এসে উপস্থিত হন। নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সমর্থন চান। উল্লেখ্য, কৃষি আন্দোলন এবং অনশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ যোগ রয়েছে। সিঙ্গুরে কৃষকদের জমি ফেরত দেওয়ার জন্য ১৪ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটানা ২৬ দিন অনশন করেছিলেন। সুপ্রিম কোর্টও তাঁর অবস্থানকে স্বীকৃতি দিয়েছিল।
স্বাভাবিকভাবেই কৃষক আন্দোলনের সঙ্গে তৃণমূল ওতপ্রোতভাবে জড়িত। এর আগেও কৃষক আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মমতা। সেবার ডেরেক ও’ব্রায়েন কৃষক নেতা পরমজিৎ সিংয়ের সঙ্গে মমতার কথা বলিয়ে দিয়েছিলেন। মমতা অভিযোগ করেন, কৃষকদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই এই বিল আইনে পরিণত করা হয়েছে। তাই এই আইন মেনে নেওয়া যায় না। কৃষকদের পাশে থাকতে তিনি প্রতিশ্রুতিব্ধ বলেও জানান।