অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। আততায়ী হামলায় ফের রক্তাক্ত হল ফ্রান্স। এক বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন তিন পুলিশকর্মী। বন্দুকবাজকে পাকড়াও করা যায়নি বলেই খবর।জানা গিয়েছে, বুধবার গার্হস্থ্য হিংসার একটি অভিযোগ পেয়ে ফ্রান্সের পিয়-দে-ডোম এলাকায় একটি বাড়িতে উপস্থিত হন পুলিশকর্মীরা। অভিযোগ, তখনই পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে ওই বন্দুকবাজ। গুলিতে ঝাঁজরা হয়ে যায় তিন পুলিশ কর্মীর দেহ। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন এক পুলিশকর্মী।
বন্দুকবাজের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশকে ফোন করার পর ওই বাড়ির ছাদে দাঁড়িয়ে সাহায্য চাইছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, তাঁর উপর অত্যাচার চালাচ্ছে তাঁর স্বামী। খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। তখনই ওই বাড়ি থেকে এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালাতে থাকে। নির্যাতিতাকে পুলিশ নিরাপদ স্থানে নিয়ে গেলেও পালিয়ে যায় ওই আততায়ী।