অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। ২৮ বছর আগে কোট্টায়ামের এক কনভেন্টে সন্ন্যাসিনী সিস্টার অভয়া খুন হয়েছিলেন। সেই খুনের ঘটনায় ফাদার টমাস ও মাদার সোফিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল বিশেষ আদালত। মঙ্গলবার এই দুই জনকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। এ দিন শুধু সাজা ঘোষণা করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গেই অভিযুক্তকে পাঁচ লাখ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।
এদিন এই বহু আলোচিত মামলার রায় ঘোষণা উপলক্ষে তিরুবনন্তপুরমের সিবিআই আদালতের সামনে ছিল বহু মানুষের ভিড়। উপস্থিত জনতা বেশিরভাগই ফাদার টমাস ও মাদার সোফির কড়া শাস্তির দাবি জানাচ্ছিল। শেষ পর্যন্ত বিচারক এদিন তাঁর রায় ঘোষণা করেন। চূড়ান্ত রায় শোনার পর অনেকেই ছিল বেশ খুশি। উল্লেখ্য, ১৯৯২-এর ২৭ মার্চ খুন হয়েছিলেন ২১ বছরের অভয়া। কোট্টায়ামের এক কনভেন্টে থাকতেন তিনি।সেখানেই ফাদার টমাস, ফাদার জোসে পুথরিক্কায়াল ও সোফির গোপন অন্তরঙ্গ সম্পর্কের কথা সিস্টার অভয়া জেনে গিয়েছিলেন।
সে কারণেই তাকে খুন করে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। টমাস সে সময়ে অভয়াকে বিসিএম কলেজে সাইকোলজি পড়াতেন। ২০১৮-য় পুলিশ তাঁকে গ্রেফতার করে। সে সময় তিনি ছিলেন বিশপের সচিব। অপর দোষী সাব্যস্ত সোফির সঙ্গে একই হস্টেলে থাকতেন অভয়া। তিনি ছিলেন হস্টেলের দায়িত্বে। প্রথমদিকে অভয়ার মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ও অভয়ার মৃত্যুতে গোটা দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। যে কারণে তৎকালীন কেরল সরকার বাধ্য হয়ে ওই ঘটনার তদন্তভার দিয়েছিল সিবিআইকে। শেষ পর্যন্ত দীর্ঘ ২৮ বছর পর সিবিআই আদালতে এই চাঞ্চল্যকর খুনের মামলার নিষ্পত্তি হল।