অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। কেন্দ্রীয় সরকার কালা কৃষি আইন বাতিল না করলে আপনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসবেন না’। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই অনুরোধই করলেন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের আহ্বায়ক হরেন্দ্র সিং লাখওয়াল জানিয়েছেন, যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে, ভারতে না আসতে অনুরোধ করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, এবারের প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বরিস জনসন। কিন্তু কৃষকদের আন্দোলনে এই মুহূর্তে উত্তাল দিল্লি সীমান্ত। দীর্ঘ প্রায় এক মাস ধরে প্রবল ঠাণ্ডা উপেক্ষা করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। দাবি একটাই, কেন্দ্রের নয়া তিন কৃষি আইন বাতিল করতে হবে। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনাতেও মেলেনি কোনও সমাধান সূত্র।