অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। দ্বিতীয় দফার জেরার জন্য অর্জুন রামপালকে ডেকে পাঠিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, নিষিদ্ধ ওষুধের জন্য যে প্রেসক্রিপশন তিনি এনসিবির কাছে জমা দিয়েছিলেন, তা জাল প্রমাণিত হলে গ্রেফতার করা হবে রামপালকে।
সোমবার সকালে এনসিবি-র মুম্বই দপ্তরে হাজিরা দেন বলিউড অভিনেতা। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ তাঁর থেকে পাওয়া প্রেসক্রিপশনটি সন্দেহজনক মনে হয় আধিকারিকদের৷ প্রেসক্রিপশন অনুযায়ী তিনি মানসিক রোগের শিকার৷ সে বিষয়ে তদন্ত করা হবে৷ সন্দেহ করা হচ্ছে, এক বন্ধুর মাধ্যমে দিল্লির এক চিকিৎসকের কাছ থেকে তিনি এই প্রেসক্রিপশনের ব্যবস্থা করেছেন যা মিথ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে৷ অভিনেতার বাড়িতে তল্লাশি চলাকালীন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ওই ওষুধগুলি৷
সেই ওষুধগুলিকে বৈধ বলে দাবি করে ওই প্রেসক্রিপশন জমা দেন অভিনেতা৷ তিনি জানান, তিনি কোনও ভাবেই মাদককাণ্ডের সঙ্গে যুক্ত নন৷ এরপরেই এনসিবির কর্মকর্তারা অর্জুনের বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবের মতো গ্যাজেটগুলি বাজেয়াপ্ত করেছেন।