দীর্ঘ নয় মাস পর খুলে গেল পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান। অবশেষে বুধবার খুলে গেল পুরীর জগন্নাথদেবের মন্দিরের দরজা। তবে সাধারণ ভক্তকুলকে মহাপ্রভুর দর্শনের জন্য আপাতত আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। বুধবার থেকে মহাপ্রভুর দর্শন পাবেন শুধুমাত্র স্থানীয় ভক্তরাই। তবে সর্ব সাধারণের জন্য জগন্নাথ দেবের মন্দির খুলে যাবে ৩ জানুয়ারি থেকে। কোভিড পরবর্তী পর্যায়ে মন্দিরের আবহ ধাপে ধাপে স্বাভাবিক করে তোলার প্রক্রিয়া শুরু হল বুধবার থেকে। এতদিন শুধুমাত্র ন্যূনতম সংখ্যায় সেবায়েতরাই নির্ঘণ্ট মেনে দেবসেবার জন্য মন্দিরে ঢুকতে পারতেন। রথযাত্রার পুণ্য তিথিতেও ভক্তকুলের জন্য বন্ধই ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা।

সেই দিক থেকে বুধবার বড় স্বস্তি কোটি কোটি ভক্তকুলের জন্য। ৩১ ডিসেম্বর পর্যন্ত এভাবেই প্রতিদিন মন্দির খোলা থাকবে। কিন্তু মন্দিরে প্রবেশাধিকার সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র স্থানীয়দের জন্যই। জানুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় দিন মন্দির বন্ধ রাখা হবে। তারপর ৩ জানুয়ারি সকল ভক্তকুলের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ দেবের মন্দিরের দরজা। প্রথম সপ্তাহে প্রতিদিন ৫ হাজার করে দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে দর্শনার্থীর সংখ্যা ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে মন্দির কমিটির। তবে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্ববিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে হবে।

করোনা আবহে গত মার্চ মাস থেকে দেশের অন্যান্য ধর্মীয় স্থানের মতো বন্ধ হয়ে গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরও। আনলক পর্বে ধীরে ধীরে দেশের অন্যান্য মন্দির খুললেও এই মন্দিরটা বন্ধই ছিল। করোনা কালে হাজারও আইনি টানাপোড়েনের পর বাতিল হয়েছে রথযাত্রাও। সংক্রমণের আশঙ্কায় জমায়েত একেবারে নিষিদ্ধ করে শুধুমাত্র প্রথাটুকুই পালিত হয়েছে। তবে এবার নিয়ম মেনে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?