অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। করোনার নতুন এক স্ট্রেন ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের বহু জন সমাজ পার্টির নেতা ভীম রাজভর দাবি করলেন, নিয়মিত তাড়ি খেলে করোনা সেরে যাবে। যথারীতি ভীমের এই মন্তব্য নিয়ে গোটা দেশে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে করোনা সারানোর উপায় হিসেবে ভীম যে প্রথম এ ধরনের বিতর্কিত সুপারিশ করলেন তা নয়। এর আগেও করোনা নিয়ে একাধিক মানুষ এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন।
বিজেপির একাধিক নেতা বলেছিলেন, করোনা দূর করতে হলে নিয়মিত গোমূত্র পান করতে হবে। কয়েক মাস আগে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল করোনা ঠেকাতে পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ‘ভাবিজি পাঁপড়’ কিভাবে শরীরে করোনা প্রতিরোধের কাজ করবে তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। এবার সেই তালিকায় নাম লেখালেন মায়াবতীর দলের অন্যতম প্রথম সারির নেতা ভীম। মঙ্গলবার উত্তরপ্রদেশের বালিয়ায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন ভীম। সেখানেই তিনি বলেন, তালরস গঙ্গার জলের থেকেও পবিত্র। তালের রস থেকেই তৈরি হয় তাড়ি।
এই তাড়ি পান করলে সহজেই করোনা থেকে বাঁচা সম্ভব। ভীম বলেন, নিয়মিত তাড়ি পান করলে শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হবে। শরীরে অ্যান্টিবডি তৈরি হলে করোনা আর কিছুই করতে পারবে না। উল্লেখ্য, ভারতের বেশিরভাগ রাজ্যে তালের রস থেকে তাড়ি তৈরি করা হয়। যা মূলত মাদক বা নেশার উপকরণ হিসেবে ব্যবহার হয়ে থাকে। ভীম সেই নেশার উপকরণকেই করোনা প্রতিরোধী পানীয় বলায় গোটা দেশেই চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, এর ফলে সাধারণ মানুষ আরও বেশি করে তালতাড়ির নেশায় আসক্ত হয়ে পড়বেন।