গঙ্গানগরে অপহরণস্থল পরিদর্শনে পুলিশের আইন শৃঙ্খলার এডিজি

স্টাফ রিপোর্টার আমবাসা, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ দুই সপ্তাহ পরও হদিশ নেই ধলাই জেলার গঙ্গানগর সীমান্ত থেকে অপহৃত ৩ শ্রমিকের৷ পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মীরা শুধু তল্লাশি অভিযানের মধ্যেই রয়েছে।অন্যদিকে অপহরণের পর সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে বিএসএফ।

এদিকে, সোমবার পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের এডিজি রাজীব সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ এডিজি সফর কালে সাথে নিয়ে যান ধলাই জেলার পুলিশ সুপার, বিএসএফ’র ১৪৪ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক, আমবাসার এসডিপিও সহ অন্যান্য আধিকারিকদের৷

অপরহণের ঘটনাটি ঘটেছিল গত ৭ ডিসেম্বর সকাল ৯টা নাগাদ ইন্দো-বাংলা গঙ্গানগর সীমান্তের ২২৭৭ এবং ২২৭৮ পিলারের মধ্যবর্তি এলাকায়৷ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে আমবাসায় পিডব্লিউডি ডাকবাংলোতে নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সাথে একটি বৈঠকে মিলিত হন৷

এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে এই অপহরণের ঘটনার সঙ্গে এনএলএফটি জঙ্গিরা জড়িত রয়েছে৷ পুলিশ অবশ্য সন্দেহভাজনদের দিকে নজর রেখে চলছে। এদিকে, অপহৃত তিনজনের পরিবারের লোকজন প্রতিটি মুহূর্ত কাটাচ্ছেন দুঃশ্চিতার মধ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?