স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ ডিসেম্বর।। রাজধানীর জিবি বাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম প্রসেনজিৎ সাহা। তার বাড়ি আগরতলার বলদাখাল রোড এলাকায়।সংবাদ সূত্রে জানা গেছে প্রসেনজিৎ সাহা নামে ওই যুবক জিবি বাজারে একটি দোকানের সামনে অপেক্ষা করছিল।
তখন ঐ চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করে কতিপয় লোকজন।তাতে তার হাত-পা ভেঙ্গে যায় শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড আঘাত লাগে।খবর পেয়ে জিবি আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।গণপ্রহারে অচৈতন্য হয়ে পড়া যুবককে উদ্ধার করে জিবি আউট প্রশ্নের পুলিশ জিবি হাসপাতলে নিয়ে যায়।
জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে শেষ রক্ষা করা যায়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতার গণপ্রহারে তার মৃত্যু হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে জিবি বাজার সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চোর সন্দেহে প্রকাশ্যে এভাবে পিটিয়ে যুবককে হত্যার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের অন্যতম নজির।
এই ঘটনায় আইন যারা হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দাবি উঠেছে।গণপ্রহারে প্রসেনজিৎ সাহার মৃত্যুর সংবাদ পেয়ে বলদাখাল স্থিত বাড়ি থেকে তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়-পরিজন জিবি হাসপাতালে ছুটে যান। নিথর দেহ পড়ে থাকতে দেখে তার স্ত্রী সহ আত্মীয়-পরিজন রা কান্নায় ভেঙ্গে পড়েন।
নিহতের স্ত্রী জানান কাজের উদ্দেশ্যে তার স্বামী প্রসেনজিৎ সাহা বাড়ি থেকে বের হয়ে জিবি বাজারে গিয়েছিল। সে কোনভাবেই কোন ধরনের চুরির ঘটনার সঙ্গে জড়িত নয় বলে তার স্ত্রী দাবি করেছে।ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নিহত প্রসেনজিৎ সাহার স্ত্রী এবং আত্মীয় পরিজন। পরিবারে প্রসেনজিৎ নিজেই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
তার মৃত্যুতে তার স্ত্রী এবং পরিবারের লোকজনরা অসহায় হয়ে পড়েছে।নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোরালো দাবি উঠেছে।জিবি আউটপোস্ট এর পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই।