অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই ঘটনা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের শ্রম প্রতিমন্ত্রী সুনীল ভারালা। সোমবার মন্ত্রী বলেন, রাজ্য পুলিশের উপর আদৌ সন্তুষ্ট ছিলেন না মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় পুলিশের উপর তাঁর বিশ্বাস ছিল না। সে কারণেই তিনি ওই দুই তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেন। মন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ সরকার সবসময়ই নির্যাতিতার পরিবারের পাশে ছিল।
নির্যাতিতার পরিবার যাতে উপযুক্ত বিচার পান সে বিষয়টি নিশ্চিত করার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী। সে কারণেই তিনি ওই ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেন। এটা ঘটনা যে সব পুলিশ অফিসারই ভাল হবেন এমন নয়। সব পুলিশ অফিসারের ভাবমূর্তি স্বচ্ছ ও কলঙ্কহীন হবে তাও হতে পারে না। কিন্তু বেশিরভাগ পুলিশই নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নন। সে কারণেই মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ সম্পর্কে রাজ্যের এক মন্ত্রীর মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে সুনীলের মন্তব্য নিয়ে রাজ্য পুলিশ বা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেউই কোনও রকম মন্তব্য করেননি।
সুনীলের এই মন্তব্য যে পুলিশের সম্মানের পক্ষে আদৌ ভালো নয় তা না বললেও চলে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে হাথরাসে এক দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। তদন্তের দায়িত্ব হাতে নিয়ে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সিবিআই জানিয়েছে তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। তবে এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিয়েছে, ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সিবিআইকে বিস্তারিত তদন্ত রিপোর্ট পমা করতে হবে।