অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। সোনু সুদ এখন দেশবাসীর কাছে একপ্রকার ভগবান হয়ে উঠেছেন। তিনি লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, তাঁর কাছে যে যখন যে সমস্যার কথাই জনিয়েছেন, সাহায্যেরর ঝুলি হাতে পৌঁছে গিয়েছেন সোনু সুদ। দেশবাসীর কাছে হয়ে উঠেছেন দেবদূত। পরিযায়ী শ্রমিকদের শুধু ঘরে পৌঁছে দিয়েই ক্ষান্ত হননি, বহু শ্রমিককে কর্ম সংস্থানের সুযোগও করে দিয়েছে। কারও ভাঙা ঘর সারিয়ে দিয়েছেন, কারও পরিবারের সদস্যের চিকিৎসার ভার নিয়েছে, কখনও আবার পড়ুয়াদের পড়াশোনার জন্য ল্যাপটপ বা মোবাইল পাঠিয়ে দিয়েছেন।
সোনুর এই কর্মযজ্ঞকে সম্মান জানিয়েই তেলেঙ্গানায় সিদ্ধিপেটের দুব্বা টান্দা গ্রামের গ্রামবাসীরা মন্দির তৈরি করেছেন। মন্দিরে সোনুর মূর্তিও স্থাপিত করা হয়েছে। স্থানীরা সেখানে উপাসনা করছেন। এবিষয়ে আবেগতাড়িত সোনু সুদ বলেন, ”আমি ভীষণই খুশি, আমার কিছু বলার ভাষা নেই। তবে এটা আমার প্রাপ্য নয়। আমি একজন সাধারণ মানুষ, আমি আমার ভাইবোনদের সাহায্য করতে চেয়েছি মাত্র।” তবে সোনু নিজের যোগ্যতা নিয়ে যাই বলুন না কেন, সাধারণ এই মানুষগুলি তাঁকে কর্মের ভিত্তিতেই দেবত্বের স্থান দিয়েছেন।