অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। মরশুমের শীতলতম দিনে মহাজাগতিক উপহার। আজই আকাশে চোখ রাখলে দেখা যেতে পারে এক বিরল মহাজাগতিক ঘটনার। সোমবার আমাদের এতই কাছে চলে আসছে বৃহস্পতি ও শনি, যে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও তা দেখা যাবে। শেষ এমন ঘটনা ঘটেছিল চারশো বছর আগে। কাজেই এমন সুযোগ মিস করতে চান না উৎসাহীরা। বৃহস্পতি ও শনির যুগলবন্দি। বিজ্ঞানীরা যাকে বলেন ‘গ্রেট কনজাংশন’।
এই অতিবিরল মহাজাগতিক দৃশ্য শেষবার দেখা গিয়েছিল ১৬২৩ সালে। তখনও জীবিত বিজ্ঞানী গ্যালিলিও। তেরো বছর আগেই আবিষ্কার হয়েছে টেলিস্কোপ। কিন্তু সেসময় সূর্যের অবস্থান ও বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে মেঘের দাপটের জন্য, সম্ভবত জ্যোতির্বিজ্ঞানীরা তা ভালভাবে দেখতে পাননি। ফের সুযোগ এল এতদিন পর। খালি চোখে এই ঘটনা দেখা যাবে৷ কিন্তু টেলিস্কোপ থাকলে সোনায় সোহাগা। এই মহাজাগতিক ঘটনা সব চেয়ে ভালো দেখা যাবে নিরক্ষীয় অঞ্চল থেকে।
মোটামুটি পশ্চিম আকাশে এক ঘণ্টা এই দৃশ্য দেখা যাবে এক সপ্তাহ ধরে।এমাসেই দেখা গিয়েছে উল্কাপাত, তারপর সূর্যগ্রহণ। এবার বড়দিনের আগেই ফের একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছেন মানুষ। ৩৯৭ বছর পরে ফের এত কাছাকাছি আসছে সৌরজগতের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এই সুযোগ আসার উচ্ছ্বসিত বিজ্ঞানীরাও। এই মহাজাগতিক ঘটনাকে ‘ক্রিসমাস স্টার ২০২০’ নাম দিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিজ্ঞানীদের মতে ‘‘দু’টি গ্রহ একে অন্যের থেকে এক ডিগ্রির ১০ ভাগের এক ভাগ কাছাকাছি থাকবে। তবে ৬০ বছর পর অর্থাৎ ২০৮০ সালে আবার এত কাছে আসবে দুই গ্রহ।’’