স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ ডিসেম্বর।। জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর লাগাতার গন -অবস্থানে প্রতিদিন রাতে দুষ্কৃতীরা এসে গণ অবস্থান তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এবং রাজ্যে বিভিন্ন প্রান্তের চাকরিচ্যুত শিক্ষকদের বাড়িতে দুষ্কৃতিরা গিয়ে গণঅবস্থানের না আসার জন্য হুমকি দিচ্ছে। তাই চাকরিচ্যুত শিক্ষকদের নিরাপত্তা দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের সাথে দেখা করার অনুমতি চাওয়া হয়েছিল।সে অনুযায়ী পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস সোমবার দেখা করার সময় দিয়েছিলেন।
সে মোতাবেক জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের গন-অবস্থানস্থলে নিরাপত্তা বৃদ্ধি করা হবে, পেট্রোলিং বৃদ্ধি করা হবে। জেলার সমস্ত থানার ওসি’দের বিষয়টি গুরুত্বের সহকারে দেখার জন্য জানানো হবে বলে ডেপুটেশনে পর জানিয়েছেন জয়েন মুভমেন্ট কমিটি ১০,৩২৩ -এর কমল দেব। এদিন প্রতিনিধিদলে এছাড়াও উপস্থিত ছিলেন বিজয় কৃষ্ণ সাহা, ডালিয়া দাস প্রমুখ