এবার লিলের বিপক্ষে পয়েন্ট হারাল পিএসজি

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। লিলের মাঠে রবিবার গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে পিএসজি। লিগ ওয়ানে চলতি মৌসুমে দলটি ষষ্ঠবারের মতো পয়েন্ট হারাল। ১৬ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে লিওঁর সমান ৩৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে লিল। সমান ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে এক পয়েন্ট কম নিয়ে আগের মতো তিনে আছে পিএসজি। নেইমার ও কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নামা দলটি শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার ভালো দুটি সুযোগ পায় তারা।

প্রথমে ডি মারিয়ার ক্রসে মোইজে কিনের ব্যাক হিল ঠেকান স্বাগতিক গোলরক্ষক। যোগ করা সময়ে রাফিনিয়ার ফ্রি-কিকে কাছ থেকে প্রেসনেল কিম্পেম্বের প্রচেষ্টাও রুখে দেন তিনি। ৫৯তম মিনিটে আরেকটি সুযোগ পান কিন। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের একজনের শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?