স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ ডিসেম্বর।। রোটারি ক্লাব পানীয় জল সহ সেনিটাইজেশনের উপর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। দেশে ১০ হাজার গ্রামে পানীয় জল সহ সেনিটাইজেশন ব্যবস্থা করা হবে। প্রতি গ্রামে প্রায় ৫ কোটি টাকা করে খরচ হবে। ত্রিপুরা রাজ্যেও প্রায় দুই শতাধিক গ্রামের জন্য লক্ষ্যমাত্রা রয়েছে।
সোমবার আগরতলা প্রেসক্লাবে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন রোটারি ক্লাবের ডিসটিক গভর্নর শুভিশিস চ্যাটার্জি। তিনি আরো জানান, এনসিআরটি মডেল অনুযায়ী ই-লার্নিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য। আগামী ২০২১ সাল থেকে এই কর্মসূচি গুলি করা হবে বলে জানিয়েছেন।