অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা মতিলাল ভোরা। বয়স হয়েছিল ৯৩। ফুসফুস ও মূত্রনালীর সংক্রমণের জন্য কয়েকদিন আগেই তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ভোরাকে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে গেলেন কংগ্রেসের দীর্ঘদিনের এই সাহসী যোদ্ধা। সোমবার সকালে এই প্রবীণ নেতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার সকালে ছত্রিশগড়ে তাঁর গ্রামের বাড়িতেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। ভোরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনিয়া গান্ধি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল গান্ধি ও কংগ্রেসের একাধিক নেতা। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও ভোরার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, মাস দুই আগে করোনা আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন ভোরা। সুস্থ হওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
করোনা পরবর্তী জটিলতাই তাঁর মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। ভোরার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ এক সৎ নেতাকে হারাল। ভোরা দেশের উন্নতির জন্য আজীবন কাজ করে গিয়েছেন। আমরা তাঁর অভাব অনুভব করব। রবিবার ছিল ভোরার জন্মদিন। ব্যক্তিগতভাবে তিনি গান্ধি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। কেন্দ্রের একাধিক মন্ত্রকের দায়িত্বে সাফল্যের সঙ্গে সামলেছেন তিনি।
এছাড়াও উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবেও তিনি কাজ করেছেন। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ভোরা ছিলেন ছত্রিশগড়ের রাজ্যসভার সাংসদ। দীর্ঘদিন কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবেও তিনি কাজ করেছেন। ২০১৮-য় বয়সজনিত কারণে তিনি কোষাধ্যক্ষের দায়িত্ব ছাড়েন। তার জায়গায় নিয়ে আসা হয় আহমেদ প্যাটেলকে। কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে আহমেদের মৃত্যু হয়।