অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। একে দু-দুটো বিয়ে, সেটাও আবার পাঁচদিনের মধ্যে! মধ্যপ্রদেশের খান্ডোয়ায় এমন কাণ্ড ঘটিয়ে উধাও বর। অভিযুক্ত ছাব্বিশ বছরের যুবক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাড়ি ইন্দোরে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ২ ডিসেম্বর তিনি খাণ্ডোয়ার এক তরুণীকে বিয়ে করেন। সেই তিনিই নাকি ৭ তারিখে বিয়ে করেন ইন্দোরের মউ এলাকার আরেক তরুণীকে। প্রথম বিয়ের পর কাউকে কিচ্ছু জানতে দেননি যুবক। সম্বন্ধ করেই প্রথম বিয়েটা হয় তাঁর।
স্ত্রীকে নিজের বাড়িতেও নিয়ে যান। এরপর যুবক তাঁকে বলেন যে জরুরি কাজে ভোপাল যেতে হবে তাঁকে। কিন্তু ভোপাল না গিয়ে সোজা চলে যান দ্বিতীয় বিয়ে করতে। কিন্তু গণ্ডগোল বাধে তারপরই। দ্বিতীয় বিয়ে যেখানে হয়, সেখানেই অন্য একটি বিয়ের নেমন্তন্নে গিয়েছিলেন প্রথম স্ত্রীর এক আত্মীয়। দু-নম্বর বিয়ের ছবি মোবাইলে তুলে প্রথম স্ত্রীর আত্মীয়দের পাঠিয়ে দেন তিনি। তারপরই ধুন্ধুমার।
সোজা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন প্রথম স্ত্রীর পরিবার। তাঁদের বক্তব্য, প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে বিয়ে দেওয়ার পর, এমন প্রতারণা তাঁরা কিছুতেই মেনে নেবেন না। এরপর থেকেই উধাও অভিযুক্ত ইঞ্জিনিয়ার। বাড়ি ফেরেননি, বন্ধ করে দেন মোবাইলও। এ হেন কীর্তিমান বরের খোঁজে তল্লাশি চালাচ্ছে খান্ডোয়া থানার পুলিশ।